বিশিষ্ট লেখক কলামিস্ট ও কবি ফরহাদ মজহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
সোমবার ভোরে একজন পরিচিত ব্যক্তির ফোন পেয়ে তিনি রাজধানীর আদাবরের নিজ বাসা থেকে বেরিয়ে যান । এরপর থেকে আর তার সাথে আর কোনো ধরনের যোগাযোগ পাওয়া যাচ্ছে না।
ফরহাদ মজহারের ঘনিষ্ঠ বলে পরিচিত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম একটি ঘটনা শুনলাম এ বিষয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।
আদাবর থানা সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় থানায় এসে অভিযোগ করেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোর চারটার দিকে পরিচিত এক লোকের ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি। ওই ঘটনায় এখনো কোনো জিডি বা মামলা হয়নি।সূত্র- আরটিএনএন