গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিট আয়োজনে এবং আইআর এবং কমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং আইসিআরসি এর সহযোগিতায় প্রতীক চিহ্নিতকরণ বিষয়ে স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়।
গতকাল রবিবার এসকেএস ইন এর সম্মেলন কক্ষে দিনব্যাপি ওরিয়েন্টেশন এর উদ্বোধন করেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। এসময় উপস্থিত ছিলেন রড ক্রিসেন্ট গাইবান্ধা ইউনিটের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, রড ক্রিসেন্ট বাংলাদেশের সহকারি পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ আকরাম পলাশ। জেলার ১৭ জন স্বেচ্ছাসেবক ওরিয়েন্টশনে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবকদের দায়-দায়িত্বের পাশাপাশি রেড ক্রিসেন্ট এর প্রতীক চেনা ও মেনে চলার বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।