
তিনটি বিশ্বকাপে জিতেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পেছনে অবস্থান ব্রাজিলীয়ান কিংবদন্তী পেলের। তবে তার পূর্বসূরি ডিয়েগো ম্যারাডোনাই কেবল মেসির আগে। মেসিকে টপকে সর্বকালের সেরা ফুটবলার হয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ম্যারাডোনা ‘সর্বকালের সেরা’ ফুটবল সাময়িকী ফোর ফোর টুর দৃষ্টিতে। ‘সরাসরি খেলা দেখলেই কেবল বুঝবেন’—এমন তত্ত্বে বিশ্বাসী হয়েই বিশ্বের সেরা ১০০ ফুটবলারকে বেছে নিয়েছে তারা। আর তাই তিন বিশ্বকাপ জেতা পেলে কিংবা ‘টোটাল ফুটবলে’র জনক ইয়োহান ক্রুইফ পারেননি ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে। কারণটা নাকি ফোর ফোর টুর ভাষায়, ‘ফুটবল পায়ে ম্যারাডোনাকে যে দেখেছে সে-ই বুঝবে!’
ফোর ফোর টু আগেই স্বীকার করে নিয়েছে, তাদের এ তালিকা অনেকের পছন্দ হবে না। পাঠকদের নিজেদের পছন্দের কথাও জানাতে বলে দিয়েছে তারা। তবে বলতেই হচ্ছে, আগামী কিছুদিনের জন্য ফুটবলে বেশ বড় একটা ঝড়ই তুলে দিল সাময়িকীটি। সূত্র: ফোর ফোর টু।
ফোর ফোর টুর চোখে শীর্ষ ১০ ফুটবলার
১. ডিয়েগো ম্যারাডোনা
২. লিওনেল মেসি
৩. পেলে
৪. ইয়োহান ক্রুইফ
৫. ক্রিস্টিয়ানো রোনালদো
৬. আলফ্রেডো ডি স্টেফানো
৭. ফ্রাঙ্ক বেকেনবাওয়ার
৮. জিনেদিন জিদান
৯. ফেরেঙ্ক পুসকাস
১০. রোনালদো