
পাবনার আটঘরিয়ায় অজ্ঞাতনামা এক তরুনীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলা বাওইকোলা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের বাওইকোলা গ্রামে চাটমোহর-পাবনা সড়কের পাশে এক তরুনীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, তরুনীর নাম পরিচয় জানা যায়নি। বয়স হবে ২০-২২ বছর। পড়নে রয়েছে থ্রি-পিস। গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তরুনীকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।