খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী থানা বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অভিযান কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হয়। রোববার সদরের এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন সুপার মার্কেটের দ্বিতীয়তলায় ফরম বিতরণ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা থানা বিএনপি’র সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, পৌর বিএনপি’র যুগ্ম আসাদুজ্জামান লাভলু, কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তাক আহম্মেদ, বরিশাল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল খন্দকার, বিএনপি নেতা খাজা মিয়া, থানা ছাত্রদল যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।
জাতীয়তাবাদী ওলামা দল গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব জসিম উদ্দিনের হাতে সদস্য ফরম হস্তান্তরের মধ্য সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়। পলাশবাড়ী সদর ইউনিয়নে ২’শ ফরম বিতরণের টার্গেট নেয়া হলেও প্রথম দিনে ৯৬টি সদস্য ফরম বিতরণ সম্পন্ন করা হয়।
উপজেলার ৯টি ইউনিয়নে ৮১টি ওয়ার্ড। প্রতিটি ফরমের মূল্য নির্ধারিত রয়েছে ১০ টাকা। প্রতি ওয়ার্ডে ন্যূনতম ১’শ করে প্রাথমিক পর্যায়ে প্রায় ৮ হাজার ১’শ সদস্য ফরম বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।