
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারী গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ট ও বঙ্গবন্ধু সরকার কতৃক নির্বাচিত জাতীয় কৃষক মরহুম আঃ সালাম মন্ডলের স্ত্রী। উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান চুট্টু এবং গাইবান্ধা আবু হোসেন সরকার কারিগরী কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক রুবেলের মা জসিমা খাতুন গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মুন্সিপাড়া গাইবান্ধার নিজ বাসভবনে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুমার প্রথম নামাজের জানাযা সোমবার বেলা সাড়ে ১১টায় মুন্সিপাড়া নিজ বাসভবনের সামনে ও দ্বিতীয় নামাজের জানাযা উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর ২টায় নামাজে জানাযা শেষে পুটিমারী গ্রামে পারিপারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।