খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির পাঠদানের উদ্ভোধন ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজে বুধবার সকালে কলেজের একাদশ শ্রেণির পাঠদানের উদ্ভোধনী অনুষ্ঠান অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বিকাশ মিত্র নির্মলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুর, প্রভাষক নবীউল ইসলাম, রুহুল কুদ্দুস, শিক্ষক শাহানুর আলম, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোস্তা রানা জুয়েল, জান্নাতুল ফেরদৌসী, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী মন্দিরা তালুকদার ও সোহানুর রহমান সোহান প্রমুখ। অতিরিক্ত রকম এবং বিদ্যুৎ না থাকায় কলেজ মাঠেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং পাঠদানের উদ্বোধন করা হয়। এসময় প্রায় ২ শতাধিক নবীন শিক্ষার্থীরা পাঠদানে অংশ নেয়।