খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী (নেটকগাড়ি) গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে চার পরিবারের ৮টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত গভীর রাতে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও ক্ষতিগ্রাস্থ পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আকর্ষীকভাবে খয়বার আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের বাড়ী-ঘরে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ পরিবার যথাক্রমে খয়বার আলী, মাসুদ মিয়া, বানু মিয়া ও আন্তাজ আলীর বাড়ী-ঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ ৮টি ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো জানান, তাদের ধান, চাল, হাঁস-মুরগী, কাপড়, ছাগল ও তৈজসপত্রসহ সবমিলে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাইবান্ধার ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই গ্রামমবাসী ও ক্ষতিগ্রাস্থ পরিবারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু ছাড়াও আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে যথাযথ সরকারি সহায়তা প্রদানের জন্য আশ্বাস দেন। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে।