খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির পাঠদানের শুভ-উদ্ভোধন করা হয়েছে।
উপজেলার পবনাপুর মহিলা কলেজে শনিবার সকাল ১০টায় কলেজের একাদশ শ্রেণির পাঠদানের উদ্ভোধনী অনুষ্ঠান অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও পবনাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মন্ডল ছোট বাবা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানহর আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডঃ নাজমা চৌধুরী বিউটি, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বল্লমঝাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মন্ডল, সমাজসেবক আলহাজ্ব মোঃ রোকনুজ্জামান মন্ডল স্বপন, পবনাপুর চরেরহাট এফ.এম দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান খালেক, দাতা সদস্য আবুল মুনসুর আহমেদ, সদস্য মোঃ রতু মিয়া মন্ডল, রাষ্টবিজ্ঞান বিভাগের প্রভাষক মোছাঃ লাকি ইয়াসমিন, আইসিটি বিভাগের প্রভাষক মিজানুর রহমান মিজান, সমাজ সেবক অবঃ প্রাপ্ত পুলিশ মোঃ ডিপটি মিয়া ও ডাঃ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তথ্যাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ ও গাইবান্ধা রেল শ্রমিক লীগের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম ডলু।