গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শরিফুল ইসলাম বৃহস্পতিবার একটি হত্যাকান্ড মামলায় ৬ জনের যাবজ্জীবন এবং ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। যাদের বিরুদ্ধে ওই কারা দন্ডাদেশ প্রদান করা হয় তারা হচ্ছে- মোখলেছুর রহমান, আরিফুল ইসলাম (পলাতক), সিদ্দিক মিয়া, আলমগীর হোসেন, আব্দুল জলিল ও সেকেন্দার আলী। দন্ডপ্রাপ্ত পলাতক আরিফুল ইসলাম গ্রেফতারের পর থেকেই তার ক্ষেত্রে ওই আদেশ কার্যকর হবে। দন্ডপ্রাপ্তদের সকলের বাড়ি পলাশবাড়ি উপজেলার খামার মামুদপুর গ্রামে।
মামলার বিবরণে উল্লে¬খ করা হয়, ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পলাশবাড়ি উপজেলার খামার মামুদপুর গ্রামের মোখলেছুর রহমান সহযোগিরা একই গ্রামের জিল্ল¬ুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় জিল্ল¬ুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতে সে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়। ওই ঘটনার পর পলাশবাড়ি থানায় এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়।