খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হাট-বাজার গুলোর মধ্যে অন্যতম হাট আমলাগাছী। হাট ইজারাদার, প্রশাসন, জনপ্রতিনিধি ও দায়ীত্বশীলদের রহস্যজনক উদাসিনতায় হাট’টির প্রকৃত স্থলভাগ ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে। সময়ের ব্যবধানে বাড়ছে জনসংখ্যা। কিন্তু হাটের জায়গা বাড়েনি একটু’ও। হাট’টির অলি-গলিসহ প্রধান রাস্তা এতই সংকুচিত হয়ে পড়েছে পথচলা দুরুহ হয়ে পড়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, আমলাগাছী হাটের বুক চিঁড়ে আমলাগাছী-ফকিরহাট রাস্তাটি এতই সংকুচিত হয়ে পড়েছে যে বিভিন্ন যানবাহনের আধিক্যের দৌরাত্মে ধারাবাহিকতা। অপরদিকে, রাস্তার পাশ ঘেঁষে বাসা-বাড়ীসহ ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা তাদের প্রতিষ্ঠান নিজ সিমানা পেরিয়ে রাস্তার উপর পসরা সাজিয়েছে। দোকানপাট-এর ফলে সিমাহীন দূর্ভোগ আরো চরমে উঠেছে। রাস্তার পাশে মার্কেট মালিক সাইফুল, মালেক মন্ডল,সাবু মিয়া,সাদেকুল,আনছার, জিল্লুর, হেলাল,লাভলু, খাজা ও সাবু মিয়াসহ অনেকেই হাটের সরকারি জায়গায় তাদের পাকা ইমারত নির্মান করে সাধারনের পথচলা দুর্বিসহ করে তুলেছে। অপরদিকে, আমলাগাছী উপ স্বাস্হ্য কেন্দ্রের সরকারি জায়গা অবৈধ দখলদাররা তাদের দখলে নিয়ে তা বাধাহীন ভাবে ব্যক্তি প্রয়োজনে ব্যবহার করছে। বাস্তব পরিস্হিতিতে মনে হয় এসব দেখার যেন কেউ নেই। অবিশ্বাস্য হলেও সত্য অনেকেই জায়গা দখলে নিয়ে মোটা অংকের বিনিময়ে আবার অপরের নিকট হাতবদল করছে।
ফলে; হাটুরে-পথচারিদের সিমাহীন দূর্ভোগ চরমে উঠেছে। এ ব্যাপারে হাট-বাজার সংশ্লিষ্ট দায়ীত্বশীলদের এখুনিই হস্তক্ষেপ করার প্রয়োজন হয়ে পড়েছে।