
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ২’শ ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী লিটনকে (৩০) আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলমের নির্দেশে এসআই ফারুক, এসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শিবরামপুর হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে ২’শ ৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যাবসায়ী লিটনকে হাতে-নাতে আটক করে। আটক লিটন উপজেলার মহদীপুর ইউনিয়নের জালাগাড়ী-দুর্গাপুর গ্রামের দুলু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাশবাড়ী উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। আটক লিটনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।