খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বরোড সংলগ্ন সাথী সিনেমা হলের পাশ দিয়ে হারুন সুপার মার্কেটের ভিতর চলাচালের রাস্তা একটি কুচক্রি মহল অবৈধ ভাবে জবর দখল ও রাস্তা বন্ধের পায়তারা চালাচ্ছে। রাস্তা বন্ধের প্রতিবাদে ওই মার্কেটের স্বত্ত্বাধিকারী হারুন-অর-রশিদ গতকাল সোমবার বিকেলে পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, বগুড়া-রংপুর বিশ্বরোড সাথী সিনেমা হল সংলগ্ন টাঙ্গাইল মিষ্টি ঘরের পাশ দিয়ে একটি রাস্তা যা কালীবাড়ী বাজারে চলে যায়। যে রাস্তাটি কালীবাড়ী বাজার, কয়েকটি বাসা, হারুন সুপার মার্কেট ও বাইতুর রহমান জামে মসজিদ, কালীবাড়ী হাট মসজিদে মুসুল্লীরাসহ ৬টি মার্কেটে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে। এদিকে, সদরের গৃধারীপুর গ্রামের মৃত বছির উদ্দিন গাছুর ছেলে আব্দুর রহমান নুটু গংরা মেঘনা পেট্রোলিয়ামের জমি অবৈধ ভাবে দখলসহ রাস্তাটি বন্ধের পায়তারা করছে। এছাড়াও উক্ত জমি ও রাস্তার পাশ দিয়ে নির্মিত প্রাচীরের ইট নুটু গংরা দিন-রাতে তুলে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মার্কেটের অপর মালিক আলহাজ্ব জুলহাস উদ্দিন দুলু থানায় একটি অভিযোগ করলে ২৩ জুলাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নুটু গংয়ের লোকজন পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম আজাম সরকার, রাশিব মার্কেটের আলহাজ্ব আব্দুল হালিম, মুনছুর মার্কেটের মুনছুর আলী, বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম আশরাফুল ইসলাম, মোয়াজ্জিন সাদেকুল ইসলাম, ব্যবসায়ী তোতা, জহুরুল ইসলাম, শহিদুল ইসলামসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হারুন-অর-রশিদ ও শতাধিক ব্যবসায়ী নুটু গংরা যাতে রাস্তাটি বন্ধ করতে না সে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।