খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করলেন থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম। শনিবার সকালে পলাশবাড়ী উপজেলার সদ্য নিয়োগপ্রাপ্ত ১৬ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ ও মিষ্টি মুখ করালের থানার অফিসার ইনচার্জ। এসময় পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবীউল হাসান, এসআই ফারুকুল ইসলাম, এসআই জগলুল ও গাইবান্ধা জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, কোষাধ্যক্ষ ফিরোজ কবিরসহ থানার অন্যান্য পুলিশ সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ন্যায়-নিষ্ঠা, সততা, কর্তব্য পরায়ন, মনোযোগী সহকারে দায়িত্ব পালনের আহবান জানান। পরে তাদের ট্রেনিং-এর উদ্দেশ্যে গাইবান্ধা পুলিশ লাইনে পাঠানো হয়।