খবরবাড়ি ডেস্কঃ “মৎস্যচাষে গরবো দেশ-বদলে দেব বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এক র্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভার:) নূর জাহান বেগমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওছার মো. নজরুল ইসলাম, মহিলা ভাইসচেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিফন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শামিকুল ইসলাম লিপন, মৎস্যজীবিলীগ নেতা মনিরুজ্জামান রাসেলা, মৎস্য চাষী আজাদুল ইসলাম প্রমুখ। শেষে উপজেলা পরিষদ চত্ত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।