খবরবাড়ি ডেস্কঃ ‘ক্যান্সার প্রতিরোধ ও সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্য’ এ শ্লোগান সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩; বিআরডিবি’র) অর্থায়নে ‘নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ’ ও স্যানিটেশন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র আয়োজনে শনিবার উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের লাভলু’র বাড়ীর উঠানে সমাজসেবক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে বিষমুক্ত খাদ্য উৎপদানে কৃষকদের করণীয় বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুন,
স্যানিটেশন বিষয়ে বক্তব্য রাখেন পিআরডিপি-৩ প্রকল্পের ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার বাবলু মিয়া, মহদীপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী কমিটির সদস্য খায়রুন্নাহার পলি ও সংস্থার কৃষি সুপারভাইজার আওয়াল মিয়া প্রমুখ। ওই গ্রামের ৩০ জন কৃষক কর্মশালায় অংশগ্রহণ করেন।