খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দিনব্যাপী ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এটুআই প্রধানমন্ত্রীর কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পলাশবাড়ী সরকারি কলেজের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবু তালেব সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান।