খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গতকাল রোববার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের সভাপতি হাসান রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের সহ-সভাপতি অধ্যক্ষ একেএম আব্দুর নূর, উপজেলা জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের সহ-সভাপতি বিকাশ কুমার নির্মল, আতাউর রহমান, আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল্যাহ কায়সার লাবলু, সদস্য অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তাগণ শিক্ষক কর্মচারীগণের ৫% প্রবৃদ্ধি, ৪% কর্তন ১ জুলাইয়ের মধ্যে বাতিলের প্রজ্ঞাপন জারী এবং পূর্ণাঙ্গ বৈশাখী ভাতাসহ শিক্ষা জাতীয়করণের দাবী জানান।