খবরবাড়ি ডেস্কঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের শিল্পী ভোজনালয় এন্ড আবাসিক ভবনের তৃতীয় তলায় জাপা কার্যালয়ে শুত্রবার বিকেলে যৌথ সভা জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রিসিডিয়াম সদস্য, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক খন্দকার ওসমান গণি দুলু, সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্ডল, মোস্তাফিজার রহমান মোস্তা, যুব সংহতির সভাতি মজিবর রহমান ও ছাত্রসমাজের সাধারণ সম্পাদক এনামুল হক ছাড়াও উপজেলা ও ইউনিয়ন জাপাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় পলাশবাড়ী সরকারি কলেজের ৫০ জন ছাত্র ব্যারিস্টার দিলারা খন্দকার (শিল্পী’র) হাতে ফুলেল তোরা দিয়ে জাতীয় ছাত্রসমাজে যোগদান করেন।