খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জমি বিক্রির অর্থের দেনা-পাওনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরের উপজেলা গেট সংলগ্ন সজিব মেডিকেল নামে একটি ওষুধের দোকানে।
তথ্যানুসন্ধানে জানা যায়, সদরের জামালপুর গ্রামের ডা.খাইরুল ইসলাম ও তার সহোদর ছোট ভাই গোলাপসহ অন্যান্য ভাইদের মধ্যে জমি বিক্রিত সমুদয় ৮ লাখ টাকার হিস্যার প্রকৃত দেনা-পাওনা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য চলে আসছিল।
ভাই-ভাতিজার দেনা-পাওনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে টান-টান উত্তেজনার সৃষ্টি হয়। এনিয়ে গত কয়দিন ধরে উভয়ের মধ্যে চরম অসন্তোষের ধারাবাহিকতায় ইতোপূর্বে পরস্পর হাতাহাতির ঘটনাও ঘটে।
এরই জের ধরে শুক্রবার রাতে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। সৃষ্ট সংঘর্ষে ডা. খাইরুল ও নয়নসহ উভয় পক্ষের বেশ কয়েকজন গুরতর আহত হয়েছে। সদরের উপজেলা গেট সংলগ্ন ডা. খাইরুল ইসলামের মালিকানাধীন সজিব মেডিকেল নামে একটি ওষুধের দোকানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় সজিব মেডিকেলের ক্ষয়-ক্ষতি ছাড়াও প্রতিষ্ঠানের মালিক ডা. খাইরুল ইসলাম ছাড়াও প্রতিপক্ষের নয়নসহ বেশ কয়েকজন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ডা. খাইরুলকে চিকিৎসার জন্য তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়েছে কি-না জানা যায়নি।