খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ১২০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন ওই গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে কুমারগাড়ী গ্রামের মজিবর রহমানের বাড়ি থেকে ১২০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।