1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই পপিচাষে নিষেধাজ্ঞায় বড় ধরনের ক্ষতির মুখে আফগান কৃষকেরা: জাতিসংঘ এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান গাইবান্ধার ৫টি আসনে ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন গাইবান্ধায় গণমাধ্যমে জেন্ডারভিত্তিক উপস্থাপন বিষয়ক কর্মশালা সম্পন্ন মনোনয়নের শেষ দিনে গাইবান্ধা-৩ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ আসনে বিএনপি-জামায়াত-জাপা ও স্বতন্ত্রসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রংপুর-২ আসনে জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ উন্নত বিশ্বের সরকারি সেবা ‘ন্যাশনাল হেল্প ডেস্ক’ বাংলাদেশে চালু হয়েছে।

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

বিষয়টি এখনও সবার নজরে না আসলেও কাজ শুরু করেছে এক ঝাঁক তরুণ। আপনার বিপদের মূহুর্তে সহায়তা পেতে কল করুন ‘৯৯৯’ নম্বরে। কি কারণে সরকারি এই সেবা?

রাস্তায় একা একা হাঁটছেন, সন্দেহভাজন কিছু লোক আপনার পিছু নিয়েছে। এখুনি পুলিশের সহযোগিতা পেলে ভালো হত। কিন্তু আপনার কাছে নিকটস্থ থানার কারো নম্বর নেই। পুলিশের অ্যান্ড্রয়েট অ্যাপস থেকে যে নম্বরটা বের করবেন তার উপায় নেই কারণ আপনার কাছে সাধারণ ফোন! ডায়াল করুন 999 এ।

শুধু আপনার অবস্থান বলে সহযোগিতা চান, বাকি কাজটা তারাই করবে। দেখতে দেখতে পুলিশ এসে হাজির হয়ে যাবে।

মধ্যরাত। পরিবারের একজন হুট করে অসুস্থ হয়ে পড়েছে। জরুরী অ্যাম্বুলেন্স লাগবে। পরিচিত কেউ ফোন ধরছে না। খুব বিপদ! নিশ্চিন্তে ডায়াল করুন 999 এ। অ্যাম্বুলেন্স বাসার গেট এ হাজির হয়ে যাবে।

৩. পাশের বাসায় আগুন লেগেছে? ফায়ার সার্ভিস এর ফোন নম্বর নাই? দ্রুত আগুন নেভানো দরকার। কি করবেন বুঝতে পারছেন না? নম্বর একটা জুটল কিন্তু মোবাইলে ব্যাল্যান্স শেষ! ডায়াল করুন টোল ফ্রি 999 এ। পৌঁছে যাবে ফায়ার সার্ভিস এর দল।

বিষয়টাকে ইউরোপ-আমেরিকার গল্প মনে করে ভুল করবেন না। এটা এখন বাংলাদেশের বাস্তবতা। আমরা প্রবেশ করতে যাচ্ছি নতুন এক বাংলাদেশে। যেখানে আপনার জরুরী প্রয়োজনে দিন রাত কান পেতে রয়েছে ন্যাশনাল হেল্প ডেস্কের স্বেচ্ছাসেবকরা। বিপদে ডায়াল করুন 999।

ব্যবহার বিধি:

# জরুরি সেবা নিতে যেমন পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ইত্যাদি যে কোন #মোবাইল থেকে ৯৯৯ ডায়াল করুন।

# এইটাতে ফোন করলে ব্যালেন্স কাটবে না। এই নম্বরটি টোল ফ্রি। বিনামূল্যে এই সেবা পাবেন।

# ল্যান্ডফোন থেকে কল করা যাবে না। শুধুমাত্র মোবাইল থেকে।

# দিন রাত যে কোন সময় কল করা যাবে।

# অ্যাম্বুলেন্স এর টাকা দিতে হবে। দেশের কোন সংস্থা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেয়না। তাই এখানে কল করলে যে অ্যাম্বুলেন্স আসবে তাকে তার নির্ধারিত ফি দিতে হবে।

# এটা সারা দেশের জন্য একটি সার্ভিস।

# কেউ ভুল তথ্য দিলে তার রেকর্ড থাকবে। যে ফোন থেকে কল আসবে সেটির বিরুদ্ধ প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

# যে কোন প্রয়োজনীয় তথ্য দেয়া যাবে। রাস্তার পাশে জুয়ার আসর বসেছে? বস্তিতে আগুন লেগেছে? রাস্তায় দুর্ঘটনা ঘটেছে? এমন অনেক জনহিতকর ঘটনার যেকোনো তথ্য জানাতে পারবেন।

সাবধানতা:

১.ভুলেও অপ্রয়োজনে কল দিবেন না। আপনার যাবতীয় তথ্য থাকবে ডাটাবেজে। একবার “প্রাংক কলার” হিসেবে এনলিস্টেড হলে আসল বিপদে আর সাহায্য পাবেন না!

২. তুচ্ছ তথ্যের জন্য ফোন দিয়ে লাইনে ব্যস্ত না রাখাই ভালো। কে জানে আপনার চেয়ে বিপদাপন্ন একজন হয়ত ওয়েটিং এ আছেন।

৩. শিশুরা যাতে ভুলে কল না করতে পারে এই জন্য ফোন লক করে রাখুন।

৪. কল সেন্টারের কর্মী কে প্রয়োজনীয় তথ্য চাহিদা মাফিক প্রদান করুন। আপনার সকল তথ্য খুবই ‘কনফিডেনসিয়াল’ হিসেবে সংরক্ষিত থাকবে। মনে রাখবেন, সে আপনাকে সাহায্য করার জন্যই কাজ করছে।

চিত্রে থাকতে পারে: ১ জন, পাঠ্য

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft