
জেলার শিবপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ সুফিয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুফিয়া ভরতেরকান্দি গ্রামের রাজমিস্ত্রী কামরুল মিয়ার স্ত্রী।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রিজওয়ান আহমেদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর থানা পুলিশ ভরতেরকান্দি গ্রামের কামরুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় কামরুলের ঘরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডার পাওয়া যায়। পুলিশ স্ত্রী সুফিয়া বেগমকে আটক করলেও স্বামী কামরুল পলাতক রয়েছেন।
পেশায় রাজমিস্ত্রী কামরুল অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।