
দেশের মানুষ যেনো শান্তিতে থাকতে পারে এজন্য দেশ ও দেশের মানুষের জন্য হজযাত্রীদের দোয়া করতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার আশকোনার হাজী ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আ.লীগ ক্ষমতায় আসার পর হজযাত্রীর সংখ্যা বেড়েছে। বায়তুল মোকাররম মসজিদে কারা আগুন দিয়েছে, কুরআন পুড়িয়েছে এটা মানুষ জানে। বিএনপি-জামায়াত ২০১৪-সালে আন্দোলনের নামে আগুনে পুড়িয়ে ৫০০ মানুষকে হত্যা করেছে।