গাইবান্ধা প্রতিনিধিঃ দীর্ঘ ১২ বছর বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় ছাত্রলীগ সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল বুধবার বৃষ্টিকে উপেক্ষা করে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে।
পরে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মো. আসিফ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুুনের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ জেলা শাখার আহবায়ক আব্দুল লতিফ আকন্দ, যুগ্ম আহবায়ক রাহাদ মাহমুদ রনি, কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সুজয় কুমার সরকার, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ মাছুম, জিয়াউর রহমান মুন্না, ফারুক হোসেন, মোনা, লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ হাসান লিমন, ফরহাদ সরকার পুলোক, আশিক, সুরুজ, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক বিশাল, তানজিল, সোহান, মানিক মিয়া, নিবির, প্রচার সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক নবীন চন্দ্র সরকার প্রমুখ।