দিনাজপুরের কাহারোলে বাসের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রামপুর ষোলমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বকুল চন্দ্র রায় (৬৮), শুভ রায় (২২), বৈশাবু রায় (৬৮)। এরা সবাই উপজেলার দহন্ডা এলাকার বাসিন্দা।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার জানান, উপজেলার জয়নন্দ এলাকায় ধর্মীয় সঙ্গীত (কির্তন) অনুষ্ঠান শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন হতাহত সাত যাত্রী। পথে ১৬ মাইল এলাকার ভূট্টা ফিড অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনে থেকে হানিফ পরিবহনের একটি নৈশকোচ ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৈশাগু ও গকুল নিহত হন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মৃতদেহ ঐ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।সূত্র- আরটিএনএন