1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে গাইবান্ধায় মানব পাচার শীর্ষক আলোচনা সভা ত‌ারাগ‌ঞ্জের জয়বাংলা বাজারে গণশৌচাগারে তালা: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে পলাশবাড়ী উয়ন্নন ফোরামের নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভবন সংকটে থমকে গেছে “দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” পাঠদান কার্যক্রম ।

ঢামেকে দর্শনার্থী প্রবেশে লাগবে ২০০ টাকার পাস!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের স্বজন ও দর্শনার্থীদের এখন থেকে হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে ২০০ টাকা দিয়ে পাস গ্রহণ করতে হবে। সোমবার সন্ধ্যা থেকে দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোনো রোগী ভর্তির সময় তার স্বজনকে গুনতে হবে ২২৫ টাকা। এর মধ্যে ১০ টাকা টিকেটে, ১৫ টাকা ভর্তিতে ও বাকি ২০০টাকা দর্শনার্থী প্রবেশের পাসে। তবে, এই দর্শনার্থী পাসের ২০০ টাকা রোগী রিলিজের সময় ফেরত পাওয়া যাবে, বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সংক্রমণ হ্রাস, পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপত্তা ও রোগীদের সুচিকিৎসার স্বার্থে এই পাস চালু করা হয়েছে।

দর্শনার্থী পাসের শর্তাবলীতে বলা হয়েছে, রোগী ভর্তির সময় ২০০ টাকা জমা দিয়ে দর্শনার্থী পাস সংগ্রহ করতে হবে। রোগীকে হাসপাতালের ছাড়পত্র দেওয়া হলে দর্শনার্থী পাস জমা দিয়ে ২০০ টাকা ফেরত নেওয়া যাবে। রোগীর সঙ্গে হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে এই দর্শনার্থী পাস বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি রোগীর জন্য একটি পাস ও প্রয়োজনে অধিক পাস গ্রহণ করা যাবে জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ভর্তির সময়ই ২০০ টাকা প্রদান করে পাস গ্রহণ করতে হবে। দর্শনার্থী পাস ছাড়া কোনওভাবেই রোগীর কাছে অবস্থান করা যাবে না। হাসপাতাল ত্যাগের সময় সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে নির্দিষ্ট কাউন্টারে পাস জমা দিয়ে ২০০ টাকা ফেরত নেওয়া যাবে। তবে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত পাস ছাড়া রোগীর সঙ্গে সাক্ষাৎ করা যাবে। এছাড়া পাস হারিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে। তবে এক্ষেত্রে জামানতের টাকা ফেরত পাওয়া যাবে না।

এদিকে পাসের জন্য ২০০ টাকা জমাদানের বিষয়টি মানতে পারছেন না এ হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। তারা বলছেন, এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।

জরুরি বিভাগের টিকিট কাউন্টারের ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আমরা রোগীর স্বজনদের কাছ থেকে ২০০ টাকা করে রাখছি এবং তাদের স্বাক্ষর নিচ্ছি।

বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, পরিচালকের নির্দেশে আমরা এখন থেকেই এ নিয়মে ভর্তি করব। তবে এ বিষয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে দর্শনার্থী পাশ ছিল ফ্রি। রোগীর স্বজনরা কোনওরকমের জামানত বা টাকা ছাড়াই হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীর সঙ্গে দেখা করতে পারতেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft