
নীলফামারীর ডিমলা উপজেলার বাবূরহাট দক্ষিন তিতপাড়া গ্রামে বজ্রপাতে জিয়ারুল রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছে।
রবিবার (২৩শে জুলাই) সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মুত. লুৎফর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন শেষ বিকেলে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিলো। এসময় জিয়ারুল পাশের নুনিয়া পাড়া গ্রামের ক্ষেতে আমন ধানের চারা রোপনের উদ্যেশ্যে জমিতে হালচাষ করতেছিলো। হটাৎ করে বজ্রপাত তার শরীরে পরলে সে ঘটনাস্থলে জমিতে পড়ে নিহত হন।
জমিতে কর্মরত অন্যান্য শ্রমিকরা তাকে পড়ে থাকতে দেখে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহতের বাড়িতে সরেজমিনে গিয়ে খোজ খবর নিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপাতত দুই হাজার টাকা প্রদান করা হয়েছে।