
ঠাকুরগাঁও জেলার রানীশংকেল ও হরিপুর উপজেলার চারটি নির্বাচনে বিএনপির দুই ও আওয়ামী লীগের দুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাণীশংকৈল উপজেলার হোসেনগাও ইউনিয়নে বিএনপি প্রার্থী মাহবুবু আলম (ধানের শীষ) ৪ হাজার ৪৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাচোর ইউনিয়নে আওয়ামী লীগের জীতেন্দ্র নাথ বর্মন (নৌকা) ৬ হাজার ৮৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নন্দুয়ার ইউনিয়নে বিএনপির জমিরুল ইসলাম (ধানের শীষ) ৬ হাজার ৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পাভেল তালুকদার ৭ হাজার ৩৪৮ ভোট পেয়ে বেসরকারি চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির ইসমাঈল হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৬২ ভোট।