খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় পরিবার-পরিকল্পনা মাঠ পর্যায় পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে বিশেষ অবদান রাখায় পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপি চেয়ারম্যান জেলায় শ্রেষ্ট হয়েছেন।
বিশিষ্ট ব্যবসায়ি, ইটভাটা মালিক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল। জেলায় ৮২টি ইউনিয়নে ৮২জন ইউপি চেয়ারম্যানের মধ্যে শ্রেষ্ট দুইজন। তন্মধ্যে তৌহিদুল মন্ডল একজন।
বাংলাদেশ পরিবার-পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাইবান্ধায় আয়োজিত জাঁকজমকপূর্ন এক অনুষ্টানে শ্রেষ্টত্বের সম্মাননা ক্রেষ্টসহ সনদ হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদসহ আমন্ত্রিত অথিতিবৃন্দ সম্মাননা প্রদান করেন। এ সময় পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের জেলা-উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।