গাইবান্ধা প্রতিনিধিঃ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা এবং প্রাইমারী শিক্ষা বৈষম্য দূরীকরণ ও বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ জাতীয়করণের দাবীতে গাইবান্ধায় রোববার এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা হতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মহির উদ্দিন, পলাশবাড়ী উপজেলা শাখার আব্দুর রশিদ রানু, সাদুল্লাপুর উপজেলা শাখার কামাল হোসেন ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার তৈয়বুর রহমানসহ আরো অনেকে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীয় ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।