1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটির নেতৃত্বে মেহেদী ও নিফাউল নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল গাইবান্ধায় ১০ দলীয় নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন নির্বাচন সামনে রেখে পলাশবাড়ী–সাদুল্লাপুরে মন্দির পাহারার আহ্বান, তবে হামলার কোনো আশঙ্কা দেখছেন না স্থানীয়রা ও প্রশাসন তারাগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের রাইস মিলে ডাকাতি তারাগঞ্জে আওয়ামীলীগ নেতা এমদাদুল গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাইবান্ধায় শোক ও কোরআন খতম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিন্দগঞ্জে বিএনপির শোক ও দো’আ

ছিটমহল বিনিময়ের দুই বছর পুর্তি আজ, বইছে পরিবর্তনের হাওয়া

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৩০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ-ভারত ছিট বিনিময়ের দুই বছর পুর্তি আজ। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাতে বিলুপ্ত হয় দু’দেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল। ছিটবাসীদের ৬৮ বছরের বন্দি জীবনের অবসান হয়।

২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের অভ্যন্তরের ১১১টি ছিটমহলের মধ্যে সবচেয়ে বড় ছিটমহল কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় ৬৮টি মোমবাতি জ্বালিয়ে এই মাহেন্দ্রক্ষনকে স্মরনীয় করে রাখে ছিটবাসীরা। একযোগে একই কর্মসূচী পালিত হয় কুড়িগ্রামে-১২টি, লালমনিরহাটে-৫৯টি, পঞ্চগড়ে-৩৬টি এবং নিলফারী জেলায় -৪টি ছিটমহলে।

ছিট বিনিময়ের এ দিনটিকে স্মরনীয় করে রাখতে রাতভর চলে আলোর মিছিল ও আনন্দ উল্লাস। তাদের এই বাধ ভাঙ্গা উল্লাসের সাথে একত্রিত হয়ে সংহতি প্রকাশ করেছে দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বাংলাদেশের মুল ভূখন্ডের সাথে যুক্ত হওয়ায় ১১১টি ছিটের ৪১ হাজার ৪শ ৪৯ জন মানুষ বাংলাদেশী নাগরিক হিসেবে গন্য হয়।

এরপর থেকে ছিটবাসীর জীবন-মান উন্নয়নে রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সরকারের নেয়া নানা কর্মসূচীর বাস্তবায়ন শুরু হয়। এর ফলে পরিবর্তনের হাওয়া বইছে দাসিয়ার ছড়া সহ ছিটমহলে। ছিটমহলগুলোর মধ্যে দাসিয়ারছড়া সবচেয়ে বড়, আয়তন ৬.৮৫ বর্গ কিঃমিঃ। ৬ হাজার ৫২৯ জন অধিবাসী বাংলাদেশী নাগরিকত্ব পেয়েছেন। ১৮টি দফতরের অধীনে বাস্তবায়নের জন্য প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উপজেলা প্রকৌশলীর অধীনে দাসিয়ারছড়ার প্রধান সড়কে ১৬ কোটি টাকা ব্যায়ে ২২ কিঃমিঃ সড়ক, এডিপির আওতায় বিশেষ ব্যবস্থায়৭০ লাখ টাকায় ব্রীজ, কালভার্ট, ৩০ লাখ টাকায় কেন্দ্রীয় শহীদ মিনারও দেড় কোটি টাকায় ৩টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নির্মান কাজ শেষ হয়েছে।

জেলা পরিষদের আওতায় অর্ধকোটি টাকা ব্যায়ে ১৮ টি মসজিদ.৩টি মন্দির নির্মানের প্রকল্প কাজ শেষ হয়েছে। ৫২ কিঃমিঃ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ২ হাজার ৯শ জন গ্রাহককে বিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা হয়েছে। ছিট বিনিময়ের দুই বছর পুর্তিতে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে ৩১ জুলাই (আজ) রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জলন ও ১ আগষ্ট দিনব্যাপী খেলা-ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে বিলুপ্ত ছিটবাসীরা।

১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তিটি বাংলাদেশের জাতীয় সংসদ অনুমোদন করলেও দীর্ঘ ৪২ বছর ধরে ঝুলে রাখে ভারত। ২০১১ সালে ঢাকায় হাসিনা-মনমোহন প্রটোকল স্বাক্ষরিত হয়। নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর দু’দেশের সম্পর্ক উন্নয়নে ছিট মহল বিনিময়ের বিষয়টি প্রাধান্য পায়। পরে ২০১৫ সালের ৫ মে ভারতীয় মন্ত্রী পরিষদে স্থল সীমান্ত বিলটির অনুমোদন দেয়া হয়।

৬ মে পশ্চিমবঙ্গ রাজ্যসভায় বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। ভারতের লোকসভায় বিলটির চুড়ান্ত অনুমোদন পেলে ছিটমহল বিনিময়ের বিষয়টি আলোর মুখ দেখে। ভারতের অভ্যন্তরে থাকা ৫১টি ছিটমহলের অবস্থান পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৪৭টি এবং জলপাইগুড়ি জেলায় ৪টি। লোকসংখ্যা ১৪ হাজার ২১১ জন।
ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশ পায় ১৭ হাজার ২৫৮ একর এবং ভারত পায় ৭ হাজার ১১০ একর জমি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft