গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও মরিয়ম জামান দম্পতির জমজ সন্তান (ছেলে ও মেয়ে) হওয়ার খবরে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গাইবান্ধা জেলার কৃতি সন্তান ফুলছড়ি-সাঘাটার গণ মানুষের নেতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও মরিয়ম জামান দম্পতির ঘর আলোকিত করে ১৭ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে যমজ সন্তান (ছেলে ও মেয়ে) জন্ম গ্রহন করেছে। এ খবর ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। সোমবার দিনভর নেতাকর্মীরা বিভিন্নস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এদিকে মাহমুদ হাসান রিপন ও মরিয়ম জামান দম্পতির কোল জুড়ে ভরে থাকা চাঁদের কণা শিশুদের ও শিশুদের মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘআয়ূ কামনা করে গত সোমবার সন্ধ্যায় ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম সেলিম পারভেজ, সিনিয়র সহ-সভাপতি নয়া মিয়া, সাধারন সম্পাদক এডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহমুদ হাসান সুজা, এস.এম জাভেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়া সহ সর্বস্তরের নেতাকর্মীরা।