
বিতর্ক পিছু ছাড়ছেনা অস্ট্রেলিয়া ক্রিকেটদলের বাংলাদেশ সফর নিয়ে। এবার নিজেদের বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের যে ঝামেলা চলছে, সেই সংকটের স্থায়ী কোনো সমাধান না এলে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে না অস্ট্রেলিয়া।
আগামী তিন সপ্তাহের মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত না হলে এক গোপন বৈঠকে বাংলাদেশ সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটাররা। সোমবার সিডনিতে হয়েছে এ গোপন বৈঠক।
‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারসহ দলের সিনিয়র ক্রিকেটাররা কাল খেলোয়াড়দের সংগঠন এসিএ’র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন। সেখানেই তারা নতুন কেন্দ্রীয় চুক্তি না হলে বাংলাদেশ সফর বয়কটের ব্যাপারে একমত হয়েছেন। সব খেলোয়াড়ই নাকি সফর বয়কটের পক্ষে ভোট দিয়েছেন।