গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর অংশ হিসেবে শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি’র সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ আলম প্রধান মজনু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আলতাব হোসেন পাতা, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোকাদ্দেম হোসেন সজল, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের নেতা আতিকুর রহমান রতন প্রমুখ।