গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং অত্র কলেজের গভার্নিং বডির সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হতে পারেনা। তাই তিনি নবাগত শিক্ষার্থীদের মনোযোগের সহিত লেখা-পড়ার মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত হতে হবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ মোবারক আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক গভার্নিং বডির সদস্য হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, গভার্নিং বডির সদস্য ও গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুকিতুর রহমান রাফি, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, সদস্য রশিদুল বারী মন্ডল, সদস্য মকবুল হোসেন, সদস্য রফিকুল আলম, সাবেক অধ্যক্ষ নূর হোসেন নান্নু। এসময় কলেজের শিক্ষক-কর্মচারী, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আকন্দ, সহ-সভাপতি মুকতার হোসেন সাদ্দাম, কলেজ ছাত্রলীগ আহবায়ক শামীম প্রধান, যুগ্ম আহবায়ক ফরহাদ, রাজু শেখ, কাইয়ুম, পৌর ছাত্রলীগর যুগ্ম আহবায়ক মুন্নু রহমান মুন্না, বাবুল ইসলাম, রেজোয়ান নবী রাজিব, কলেজ ছাত্রলীগ নেতা আবির হোসেন প্রান্ত, প্রজন্মলীগ যুগ্ম আহবায়ক ডা.আব্দুল মোমিন শেখ রুবেলসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের উপাধ্যক্ষ বশির আহম্মেদ। পূর্বে বিএনসিসি’র প্রশিক্ষক ইব্রাহীম খলিল বেলালের নেতৃত্বে বিএনসিসির একটি দল অতিথিবৃন্দকে গার্ড-অব-অর্নার প্রদান করেন প্রদান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির একটিদল ফুলেল শুভেচ্ছা জানান।