গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যায়ে ৫টি সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ উপলক্ষে কালিতলা হাইস্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সুজন কুমার কর, প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম. শরিফুল ইসলাম জজ, উপজেলা আওয়ায়মীলীগের সাংগঠানিক সম্পাদক ও কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, দরবস্ত ইউনিয়নের আওয়ায়মীলীগের সভাপতি খলিলুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক আব্দুল আজিজ, আয়নুল ইসলাম প্রমুখ। এলজিইডির অর্থায়নে সড়ক ৫টি নির্মাণে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয় হয়েছে। এরমধ্যে বগলাগাড়ি থেকে কালিতলা সড়কের ৯শ’ মিটার, কাইয়াগঞ্জ থেকে ফাঁসিতলা সড়কের ১ কি.মি., তরফকামাল থেকে মারিয়াপাড়া ১ কি.মি., বিশুবাড়ি থেকে ছোট দুর্গাপুর ১ কি.মি. ও বগুলাগাড়ি থেকে সাতানা বালুয়া সড়কের ১ কি.মিঃ।