গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, শিবপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম শাহীন ও যুব সংগঠক রিফাত তারিক প্রমুখ। এসময় উপজেলার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১২টি মসজিদ ও ধর্ম ীয় প্রতিষ্ঠানের মাঝে ধর্ম মন্ত্রণালয়ের অনুদানের ২ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।