গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, উপজেলা শিক্ষা ইন্সপেক্টর ফিরোজ আলম, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুকিতুর রহমান রাফি ও প্রধান শিক্ষক আব্দুর রশিদ সরকার উপস্থিত ছিলেন। এসময় উপজেলক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার খেলায় অংশগ্রহণ করবে।