গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক ও কাটাবাড়ী ইউপির মালেকাবাদ গ্রামে বাসিন্দা সাংবাদিক তাজুল ইসলাম প্রধানের একমাত্র পুত্র আল আমিন (২০) গত ১৯/০৭/১৭ইং তারিখ সকাল ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে মুত্যু বরণ করেন। তার অকাল মুত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা ও রিপোর্টার্স ফোরামের সাভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক আঃ খালেক মন্ডল, রিপোর্টার্স ফোরামের সাংবাদিক তারাজুল ইসলাম, কালা মানিক দেব, নুর আলম আকন্দ, মোয়াজ্জেম হোসেন, মোস্তাফিজুর রহমান,সাংবাদিক আলমগীর হোসেন, সাইদুর রহমান বিকম শিখা, মনিরুজ্জমান প্রমুখ গভীর শোক প্রকাশ ও মহুরুমের রুহের মাখফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।