গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পনের এক ব্যতিক্রমধর্মী মাদক সমাবেশ সফল করার লক্ষে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান পিপিএম সোমবার রাত ৯টায় রিপোটার্স ফোরামের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ফেরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, যুগ্ম সম্পাদক আঃ খালেক মন্ডল, সাংবাদিক চ্যানেল আই জেলা প্রতিনিধি ফারুক হোসেন, তারাজুল ইসলাম, কালা মানিক দেব, মোস্তাফিজুর রহমান, বিকম শিখা ও সাইদুর ইসলাম প্রমুখ। আগামী ২০ জুলাই গোবিন্দগঞ্জ থানা পুলিশের আয়োজনে মাদক মুক্ত সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য উক্ত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রংপুর রেজ্ঞের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম ও গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিুবুর রহমান পিপিএম-এর কাছে উপজেলার প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী তাদের অপকর্ম ছেড়ে দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পন করবেন।