গাইবান্ধা প্রতিনিধিঃ মফস্বল সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যালী, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে স্থানীয় রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে বিকেলে এক আলোচনা সভা বিশিষ্ঠ সাংবাদিক রিপোর্টার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ফোরামের রংপুর বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠতা সম্পাদক গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের কার্যকরী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য শ্যামল রায়, সাংবাদিক আলমগীর হোসেন, নূর আলম আকন্দ, তারাজুল ইসলাম, বাবু কালামানিক দেব, গোবিন্দগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য আহম্মেদুল্লাহ ও শাহিন সরকার প্রমূখ। বক্তারা বলেন, সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমাল, সাংবাদিক নির্যাতন বন্ধে ৫৭ ধারা আইন বাতিল করে যুগোপযোগী আইন প্রণয়নসহ ১৪ দফা দাবী বাস্তবায়নের আহবান জানানো হয়।