গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক যুবক আতœহত্যা করেছে। সে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের পুত্র।
স্থানীয় গ্রামবাসী জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের ছোট ছেলে স্বপন মিয়া (২৪) সকলের অগচরে নিজের শয়নকক্ষে ৫টি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। কিছুক্ষণ পর সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় সে মৃত্যুবরণ করে।