গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নয়াপাড়া কৃঞ্চপুর (উত্তর ছয়ঘড়িয়া ) গ্রামের সলেমান শেখের বসত বাড়ী বে-দখল করে বাড়ী থেকে বেড় হওয়ার প্রতিবন্ধকতা সহ বসত বাড়ী থেকে জের পূর্বক গাছ কেটে নিয়ে গেছে একই গ্রামের প্রতিপক্ষ সাহেদুল ইসলাম গংরা।
অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার রখালবুরুজ ইউনিয়নের নয়াপাড়া কৃঞ্চপুর (উত্তর ছয়ঘড়িয়া ) গ্রামের মৃত সাহেব উদ্দিন শেখের ছেলে সলেমান শেখ নয়া পাড়া কৃঞ্চপুর মৌজার ৭৫ নং খতিয়ানের সাবেক দাগ ১০৬, ১০৮ ও ১০৯, ডিপি খতিয়ান ৪২৫ হাল ২১৫ ও ২১৯ দাগের ১১ শতক জমিতে প্রায় ৩৫ বছর যাবত ভোগ দখল সহ ঘর বাড়ী নির্মান করে বসবাস করে আসছে। প্রতিপক্ষগন একই গ্রামের সাহেদুল ইসলাম গংরা সলেমানের বাড়ীতে জমি পাবে বলে দাবী করে তার বসত বাড়ীতে ভাড়াটিয়া সন্ত্রাসীসহ হামলা চালিয়ে ভাংচুর সহ গরু ছাগল তারিয়ে দিয়ে বাড়ীর কিছু অংশ ঘরসহ বে-দখল করে টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ ছাড়াও বসত বাড়ী থেকে মূল্যবান কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ সাহেদুল ইসলাম গংরা।
এ বিষয়ে সলেমান শেখ নিরুপায় হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।