গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শক্রতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে দু’লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত অনুমান আড়াই টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
অভিযোগে জানাগেছে,উপজেলার কামদিয়া ইউনিয়নের কোচমুড়ি গ্রামের মৃত-আব্দুল ওয়াহেদ মন্ডলের পুত্র মাছ চাষী আব্দুস ছাত্তার মন্ডল ফণি দীর্ঘ দিন যাবৎ তার নিজ বাড়ীর সংলগ্ন দু’বিঘার একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। একই গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী আব্দুল গনি মন্ডল ও আব্দুল জলিল মন্ডল তাদের পুত্র রবিউল ইসলাম এবং মেহেদুল ইসলাম ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এই মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা বিভিন্ন সময় হত্যাসহ তার মাছের ব্যবসার ক্ষতিসাধন করার হুমকি দেয়। মাছ চাষী আব্দুস ছাত্তার মন্ডল ফণি জানান, তিনি নিজেই তার বাড়ী সংলগ্ন এ পুকুরে রাতে পাহারা দেন। রাত অনুমান আড়াই টার দিকে বাড়ীর ভিতর থেকে টর্চ লাইট নিয়ে পুকুর পারের দিকে টর্চ লাইট মারলে তার আলোতে দেখতে পান তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়া দেখে তখন আমি চিৎকার দিতে থাকি। এতে আশে পাশের লোকজন ঘুম থেকে উঠে আমার পুকুর পারে আসে। এই সময়ের মধ্যে দেখতে পায় পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় তার দু’লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন হয়। ২০১৬ সালের ২৪ জানুয়ারী একই কায়দায় তারা আমার পুকুরের মাছ নষ্ট করেছিল। ওই ঘটনায় থানায় তাদের নামে অভিযোগ দায়ের করলে মামলা না হওয়ায় আসামীরা আবার আমার মাছ চাষের এই ক্ষতি করেন বলে জানান। এ রির্পোট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।