গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জ্বিনের বাদশার গডফাদার আজমল শেখের ভাইসহ ৮ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ থানা পুলিশ গত শনিবার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল রেজিনুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বালুয়া বাজার এলাকা থেকে জ্বিনের বাদশা প্রতারক চক্রের গডফাদার আজমল শেখের ভাইসহ ৮ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আঃ কুদ্দুস শেখের ছেলে বাবলু মিয়া (৩৮), একই ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের ইনতাজ আলীর ছেলে মুনছুর আলী (৩০), আমীর উদ্দীনের ছেলে আনছার আলী (৪০), জব্বার মিয়ার ছেলে আলম মিয়া (৪৫), আঃ গনি শেখের ছেলে মিলন মিয়া (৩৪), ভোলা মিয়ার ছেলে আবু হোসেন (৬০), মিরুপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু মিয়া (৫৫) ও গন্ধববাড়ী গ্রামের আকাম উদ্দীনের ছেলে আবুল হোসেন (৬৫) গ্রেপ্তারকৃতদের আজ রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।