
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। লিখিত বক্তব্যে তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেয়া বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গোবিন্দগঞ্জে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হলো, উপজেলা ব্যাপী মাইকিং এর মাধ্যমে প্রচারণা, র্যালী, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, চিত্রাংকন প্রতিযোগিতা, জনবহুল স্থানে উবুদ্ধকরণ প্রামান্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান প্রভুতি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনএটিপি -২ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম রনি, ক্ষেত্র সহকারী (রাজস্ব) আসাদুল আলম, অফিস সহকারী আব্দুর রহিম, জহুরুল হক খান, ক্ষেত্র সহকারী রোকনুজ্জামান রাকিব, আসিফ রহমান, মহাছিনা আক্তার প্রমুখ।