গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা তিতু হত্যা মামলায় পৌর যুবদলের সভাপতি ময়েন উদ্দীন লিপনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৩। লিপন গোবিন্দগঞ্জ পৌর যুবদলের সভাপতি ও উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পৌর এলাকার খলসিপাড়ায় বাস করেন।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের (এডি) মোতাহার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে গোপন সংবাদের অভিযান চালিয়ে লিপনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, লিপনের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লিপনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। ১৯৯৫ সালে মিছিল করার সময় ছাত্রলীগ নেতা লিয়াকত আলী তিতু নিহত হয়।