গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি স্থানীয় সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। শুক্রবার দুপুরে সাওতাল বিদ্রোহের ১৬২তম দিবস উপলক্ষে বিদ্যালয় চত্বরে ফিলিমন বাস্কের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ। তিনি বলেন, সাওতাল বিদ্রোহের পর ১শ’ ৬২ বছর অতিক্রম করলেও তাদের অধিকার বাস্তবায়ন হয়নি। এখনো তারা পদে পদে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ ভ’মি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, তাজুল ইসলাম, নারী নেত্রী প্রতিভা সরকার ববি, ওয়াহেদুন্নবী মিলন, সুমিতা রবিদাশ, প্রিমিলা কিসকু প্রমুখ।