গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার একদিনে ৩ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।
থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে করতোয়া নদীর হাওয়াখানা নামক স্থানে অজ্ঞাত এক মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় জনগন পুলিশে খবর দেয়। মহিলার বয়স আনুমানিক ৪০/৪৫ বৎসর হবে। তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
এ দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের রুবেল মিয়ার কন্যা কালিতলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী রোজি খাতুনের (১২) লাশ তার ঘরের ভিতর পাওয়া যায়। রোজি বিষ পানে আত্মহত্যা করেছে বলে থানা সূত্রে জানা যায়। অপরদিকে সাবগাছি হাতিয়াদহ গ্রামের সাজা মিয়ার কন্যা ববিতা খাতুনের (১৮) লাশ ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। বাবা মা’র সাথে রাগারাগি করে রোজিনা ও ববিতা আত্মহত্যা করেছে বলে তার বাবা-মা ধারনা করছে।